রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ
দীর্ঘ ১৮ দিন অদৃশ্য দানবের সঙ্গে যুদ্ধ করে আজ আমি ও আমার সহধর্মীনি জয়ি হয়েছি। চুড়ান্তভাবে অাজ অামাদের করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। মহান সৃষ্টিকর্তা রাহমানুর রাহিমের অসিম ক্ষমায় আমরা যেন আজ নতুন জীবন ফিরে পেয়েছি। যে শিক্ষা পেয়েছি আর যে অভিজ্ঞতা হয়েছে সে যায়গা থেকে আবারও দীপ্ত কণ্ঠে বলছি আপনাদের ভালোবাসা আর দোয়া যদি থাকে আমার কাছে অসাধ্য বলে কিছু নেই! সমাজের অগ্রগতি ও আমজনতার জন্য নিজেকে উজাড় করে দিয়ে কাজ করে যাব আমৃত্যু! আমার সর্বোত্তম কল্যাণকামী প্রাণপ্রিয় ছোট ভাই তৌহিদ হোসেনের সঠিক সিদ্ধান্তে আমার আজকের এই সুস্থতা। গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন বিপদের বন্ধু রাহাত ও রিনা, দুলাল, ফারুক, সুজন প্রমুখ। আমার জান্নাতের রাস্তা আমার মা-বাবা, লাডলী-আকরাম, লাভলী-রাশেদ, সুমি-পাপ্পু, চাচা-চাচি, ফুপা-ফুপু, খালা-খালু, শশুর-শাশুরি, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব শুভাকাঙ্ক্ষীগন, আমার প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী, সংগঠনের নেতৃবৃন্দ, মোছাঃ নাসিমা জামান ববি, ছাফিয়া খানম, রেজাউল করিম রাজু, অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন, লসকর sir, আমার শিক্ষক শিক্ষিকা মন্ডলি, মোঃ শফিউর রহমান, তুষার কান্তি মন্ডল,রেজাউল ইসলাম মিলন, জননন্দীত কন্ঠ শিল্পী পার্থ বড়ুয়া, আবুল খায়ের গ্রুপের নওশাদ খান, মোজাম্মেল ভাই, পুলিশ কমিশনার মোহাঃ আব্দুল আলীম মাহমুদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন,ডাঃ একরামুল হক স্বপন, সাখাওয়াত রাঙ্গা,কুমারের রায়, ডাঃ সারওয়ার জাহান, ডাঃ হামিদুল হক খন্দকার, সামসুল ইসলাম সুমন, রতন সরকার, বক্তা, খতিব, মাওলানা, হুজুর আপনাদের কাছে ঋণী হয়ে গিয়েছি। মটর সাইকেল পার্টস ব্যবসায়ী মালিক সমিতি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক দল ও ছাত্র, যুব সংগঠন, পন্ডিত মহাদয়, সর্বপরি সাধারণ জনগণের যে দোয়া ছিল তা ভাষায় প্রকাশের মত নয়। আর নাম লিখতে গেলেও দীর্ঘ লাইন হয়ে যাবে শেষ হবে না লেখা। আমৃত্যু কৃতজ্ঞ থাকবে আপনাদের কাছে।