আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামীলীগের সাথে নির্বাচনে যাবে রংপুরে সদ্য জন্ম নেয়া রাজনৈতিক সংগঠন ‘৭১ গণতান্ত্রিক পরিষদ’ নামের রাজনৈতিক সংগঠনটি।সংগঠনের আহ্বায়ক সহিদুল ইসলাম সাজুর আয়োজনে রংপুর রিপোর্টার্স ক্লাবে গতকাল ৫ নভেম্বর’২৩ অনুষ্ঠিত হলো রাজনৈতিক সংগঠনটি পরিচিতি পর্ব।
উক্ত রাজনৈতিক সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন নেতৃবৃন্দ তাদের স্বাধীন মতামত ব্যক্ত করে তাদের মতো করে বক্তব্য রাখেন। বক্তব্যের সামগ্রিক দিক বিবেচনা করে বক্তাগণ যা বলেছেন তা হলো বর্তমানে দেশে দ্রব্যমূল্যের অগ্নিমূল্য হওয়ার পিছনে যৌক্তিক কারণ আছে, যা অল্পপরিসরে বিশ্লেষণ করা সম্ভব নয়। দেশে বর্তমানে কোন রকম অসন্তুষ্টি বিরাজ করছে না দূরদর্শী রাজনীতিবিদের সংকটের কারণে দেশের এই অবস্থা, তবে দেশ স্বাভাবিকভাবে চলছে। তাই আমরা আওয়ামীলীগের সাথে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবো, এতে কোন প্রকার দ্বিমত আমাদের নেই। কারণ আওয়ামীলীগ একটি নির্ভরযোগ্য ও গণমুখী রাজনৈতিক সংগঠন।এই আওয়ামীলীগের আমলেই দেশে চরম উন্নতি সাধিত হয়েছে।
অনেকের অনেক প্রশ্নের জবাবে সংগঠনের নেতারা তাদের মতো করে প্রশ্নের জবাব দেন: এই সংগঠনটির নিবন্ধন নেই, যদি নিবন্ধন না পান তা হলে কি করবেন? উত্তরে নেতারা বলেছেন, যে কোন প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবো।