রিয়াজুল হক সাগর, রংপুর সিটি প্রতিনিধিঃ
রংপুর নগরীতে ১’শ বছরের রেকর্ডভাঙ্গা বৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতার পানিতে প্রাণ গেল মা ও ছেলের। বৃহস্পতিবার দুপুরে নগরীর জুম্মপাড়া দোলাপাড়ায় পানি থেকে দু’ছেলেকে বাঁচাতে মা রোকেয়া বেগম (৩৫) ও ছেলে রিপন (৭) জলাবদ্ধতার পানিতে ডুবে মারা যায়। তবে অপর ছেলে শিশু রোহান স্থানীয় এক ব্যক্তির সহায়তায় বেঁচে যায়।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানান, অতিবৃষ্টিতে রংপুর নগরীর দোলাপাড়ার রাস্তা ও পার্শ্ববর্তী নিচু জমি পানিতে একাকার হয়ে গেছে। দুপুরে স্থানীয় দিনমজুর জমির উদ্দিনের দু’ছেলে শিশু রিপন ও রোহান রাস্তায় বেরিয়ে পানিতে খেলা করছিলো। তারা রাস্তা থেকে পার্শ্ববর্তী নিচু জমিতে পড়ে গেলে মা রোকেয়া তাদের বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। এ সময় রোকেয়া বেগম ও রিপন পানিতে ডুবে যায়। স্থানীয় এক ব্যক্তির সহায়তায় শিশু রোহান প্রাণে বেঁচে যায়।
এরপর এলাকাবাসী পানিতে খোঁজাখুঁজি করে রোকেয়া বেগম ও রিপনের লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষনা করেন। বিকেলে হাসপাতাল থেকে তাদের লাশ নিজ বাড়িতে আনা হলে কান্নায় ভেঙ্গে পড়েন আত্মীয়-স্বজন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।