রিয়াজুল হক সাগর, রংপুর সিটি প্রতিনিধিঃ
রংপুরে বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে ছয় দালালকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার একটি চৌকস দল। অভিযানে আটকৃতরা হলেন- ০১)মোঃ দেলোয়ার হোসেন (৫০), পিতা- মৃত শমসের আলী, সাং- কাছনা। ২) মোঃ আঃ রশিদ (৩১) পিতা- জয়নাল আবেদিন, সাং- বাহার কাছনা, উভয় থানা-হারাগাছ, মহানগর, রংপুর। ৩) মোঃ লিটন সরকার (৪০), পিতা- মৃত তমিজ উদ্দীন, সাং- কেড়ানীপাড়া।৪) মোঃ রিজাউল করিম রাজু (৫০), পিতা- মৃত মেনহাজ উদ্দীন, সাং- কেড়ানীপাড়া।৫) মোঃ হুমায়ন কবির (৩৮), পিতা- আবু হানিফ মিয়া, থানা- কামাড়পাড়া। ৬। মোঃ আল-আমিন হোসেন (৩১), পিতা- আমজাদ হোসেন, সাং- মেডিকেল পূর্বগেট, সর্ব থানা-কোতয়ালী, মহানগর, রংপুর।
ডিবি কর্মকর্তা উত্তম প্রসাদ পাঠক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া)রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা বিভাগ এর অসহকারী পুলিশ কমিশনার (ডিবি) মোঃ ফারুক আহমেদ, পুলিশ পরিদর্শক এবিএম ফিরোজ ওয়াহিদ, এসআই (নিঃ) নাজমুল ইসলাম, এসআই বাবুল ইসলাম, এসআই সাইয়ুম তালুকদার এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আরপিএমপি কোতয়ালী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন কাচারি বাজার সংলগ্ন বিআরটিএ অফিস এ আজ সকাল থেকে দুপুর পর্যন্ত বিআরটিএ কার্যালয়ের আশপাশের বিভিন্ন স্থান থেকে সক্রিয় দালাল চক্রের ছয় সদস্যকে আটক করা হয়। দালাল চক্রের সদস্যরা বিআরটিএ অফিসে মোটর ও ড্রাইভিং রেজিঃ করতে আসা আগত সেবা গ্রহিতাদের সেবা প্রদানে বাধা দান, সরকারী অফিসের ডেস্কে বসে কাজ করা, অবৈধ ভাবে টাকা দাবি করতো। সেখানে উপস্থিত সেবা নিতে আসা লোকদের কাছে থেকে দালালদের বিরুদ্ধে উক্ত অভিযোগগুলো পাওয়া যায়।
এ সময় তাদের কাছ থেকে বিআরটিএ’র ফরম, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ছবি, ৬টি মোবাইল ফোনসহ ৬টি সিম কার্ড উদ্ধার করা হয়।