রংপুরে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অপর্ণ করে শ্রদ্ধা জানিয়েছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বুধবার সকালে মেডিকেল কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু, উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মাহফুজার রহমান, ডাঃ মঞ্জুরুল ইসলাম প্রিন্সসহ মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকরা। এ সময় বক্তারা বলেন, শহীদ শেখ কামাল ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী ছিলেন। রাজনীতি, সংস্কৃতি, ক্রীড়া জগতে তার অবদান জাতি চিরদিন মনে রাখবে। তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালোরাত্রিতে মাত্র ২৬ বছর বয়সে জাতির জনকের হত্যাকারী মানবতার ঘৃণ্য শত্রুদের বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে শাহাদত বরণ করেন।