রিয়াজুল হক সাগর, রংপুর সিটি প্রতিনিধিঃ
করোনাকালে সীমিত পরিসরে রেল চলাচল শুরু হলেও বর্তমানে স্বাভাবিকভাবে ট্রেন সার্ভিস সচল হচ্ছে।আজ থেকে একতা এক্সপ্রেস চালু হওয়ার পাশাপাশি চলতি মাসেই চালু হবে রংপুর এক্সপ্রেস।রংপুর স্টেশনে রেল চালুর বিষয়ে অনেক খুশি রেল যাত্রীরা। রংপুর বিভাগে লালমনি এক্সপ্রেস এবং পঞ্চগড় এক্সপ্রেস চালু থাকলেও দুটির একটিও রংপুর রেলস্টেশন দিয়ে যায় না। রেল স্টেশনের সূত্র বলছে, করোনার আগে রংপুর রেলস্টেশন দিয়ে রংপুর এক্সপ্রেস ও দোলনচাঁপা এক্সপ্রেস চলাচল করত। তবে করোনার কারণে সকল ট্রেন বন্ধ ছিল। রংপুরের একজন নিয়মিত রেলযাত্রী বলেন, সরকার লকডাউন খুলে দিয়ে সীমিত পরিসরে রেল চলাচলের সিদ্ধান্ত নিয়েছেন । তবে রংপুরের জন্য প্রথমে কোনও ট্রেন ছিল না। ২য় ধাপে কুড়িগ্রাম এক্সপ্রেস রংপুরেযাত্রাবিরতী করছে। একটি শার্টল ট্রেন দেয়া জরুরী। রংপুর এক্সপ্রেস ট্রেন চালূর খবর শুনে অনেকটাই আমরা অনেকটাই খুশি। আজ থেকে পঞ্চগড় ও দিনাজপুর হতে একতা এক্সপ্রেস ট্রেন চালু হয়েছে। চলতি মাসে রংপুর এক্সপ্রেসও চালু হচ্ছে। কুড়িগ্রাম এক্সপ্রেস চালু রয়েছে।এ ট্রেনে যাত্রীরা রংপুর রেল স্টেশনে উঠতে পারবে।