রাঙামাটিতে পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির আনন্দ ভ্রমণ
রাঙামাটি প্রতিনিধিঃ
রাঙামাটিতে পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির আনন্দ ভ্রমণ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ফেব্রুয়ারি) সকালে রাঙামাটির তবলছড়ি লঞ্চ ঘাট হতে বালুখালি হার্টিকালচার, বড়গাঙ, মোরঘোনা স্মৃতি মন্দির ও বড়াদম এলাকার দর্শনীয় স্থানের উদ্যেশ্যে যাত্রা শুরু করে পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটি রাঙামাটি জেলা শাখার সদস্যরা।
আয়োজিত আনন্দ ভ্রমণ অনুষ্ঠানে রাঙামাটি জেলা পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির সভাপতি মাওলানা আবুল কাশেম, সোসাইটির উপদেষ্টা কাজল কান্তি দে, সাধারণ সম্পাদক মাহবুব এলাহী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক তুষার কান্তি দে, প্রচার সম্পাদক মোঃ রাসেল,দপ্তর সম্পাদক ও হোমিও চিকিৎসক সঞ্জয় দত্ত, কার্যনির্বাহী সদস্য নুরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আনন্দ ভ্রমণ আয়োজন আহ্বায়ক কমিটির সভাপতি রবিন্দ্র নাথ (মাস্টার) ও সদস্য সচিব নজরুল ইসলামের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বক্তব্যে বক্তারা বলেন, রাঙামাটিতে পরিবেশের ভারসাম্য রক্ষা, শিশু ও নারী নির্যাতন, বাল্য বিবাহ ও শিশু শ্রম সহ মানবাধিকার রক্ষায় বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটি।
বক্তারা আরো বলেন, রাঙামাটিতে পাহাড় কাটা, অবৈধভাবে বালু উত্তোলন, বন উজাড় সহ এসব অন্যায় কাজে সোচ্চার ভূমিকা পালন করবে পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটি রাঙামাটি জেলা শাখা।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বালুখালী হার্টিকালচারে লাকি কূপণ ড্র অনুষ্ঠিত হয়। ড্র শেষে কূপন বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা