মিথ্যা মামলা, পুলিশি হয়রানি, দ্রব্য মূল্যের উর্দ্ধগতি, সীমাহীন লোড শেডিং সহ ১০দফা দাবিতে জন সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (১৯ মে) বিকেলে বনরুপা, পৌরসভা ও ফিসারী ঘাট থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জম সমাবেশে মিলিত হয়।
রাঙামাটি জেলা বিএনপি সভাপতি দীপন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া।
জেলা বিএনপি সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও সাবেক জেলা যুগ্ন জর্জ দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, জেলা বিএনপি সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, পৌর বিএনপি সভাপতি শফিউল আজম শফি, জেলা যুবদল সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, জেলা জাসাস সভাপতি কামাল হোসেনসহ ছাত্রদল, যুবদল, তাঁতিদল, ওলামা দল, মহিলা দল ও দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে জন জীবন দুঃসহ হয়ে পড়েছে। সীমাহীন লোড শেডিং এর ফলে অতিষ্ঠ হয়ে পড়েছে দেশবাসী। সারাদেশব্যপী বিএনপি দলীয় নেতাকর্মীদের হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। শেখ হাসিনার তত্ত্বাবধায়নে আর কোন নির্বাচন হতে পারেনা।
বক্তারা আরো বলেন, ছাত্রলীগ, যুবলীগ ও পেটোয়া বাহিনী লেলিয়ে দিয়ে বিএনপি কে আর দমিয়ে রাখা যাবে না। জনগনের অধিকার আদায়ে বিএনপি মাঠে নেমেছে। জনগণের অধিকার আদায় না করে বিএনপি আর ঘরে ফিরবে না বলেও মন্তব্য করেন নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে আবুল খায়ের ভুঁইয়া বলেন, চাল, ডাল, তৈল সহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম বৃদ্ধিতে জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে।
শেখ হাসিনার অধিনে আর কোন নির্বাচন নয়। তিনি আগেও বলেছিলেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে উপহার দিবেন। কিন্তু বিশ্ববাসী দেখে তিনি কেমন নির্বাচন উপহার দিয়েছেন।
তিনি আরো বলেন, র্যাব কে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে। আওয়ামী লীগ বলে বেড়ায় বিএনপি বিদেশীদের কাছে নালিশ করায় নিষেধাজ্ঞা দিয়েছে। বিএনপি নয় বরং আপনারাই আজ এই পরিস্থিতি সৃষ্টি করেছেন। আপনাদের সীমাহীন দুর্নীতির ফলেই আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে।