শেখর চন্দ্র সরকার,বগুড়া প্রতিনিধি:
রোববার রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আগস্ট মাসের কর্ম মূল্যায়ন সভায় এ পুরস্কার তুলে দেয়া হয়। একই সঙ্গে শ্রেষ্ঠ পুলিশ সুপার হওয়ার সম্মাননা পেয়েছেন বগুড়ার সুদীপ কুমার চক্রবর্ত্তী। সভায় শ্রেষ্ঠদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ডিআইজি আবদুল বাতেন। অপরাধ ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য-অস্ত্র উদ্ধার, মামলা নিষ্পত্তি, গ্রেফতারী পরোয়ানা তামিল, অপমৃত্যু মামলা নিষ্পত্তিসহ সামগ্রিক মূল্যায়নে রাজশাহী রেঞ্জে বগুড়া জেলা পুলিশ শ্রেষ্ঠ হিসেবে সম্মাননা পেয়েছে।
সভায় রাজশাহী রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ অতিরিক্ত/সহকারী পুলিশ সুপার(সার্কেল) নির্বাচিত হয়েছেন বগুড়ার শিবগঞ্জ সার্কেল এএসপি তানভীর হাসান এবং দ্বিতীয় শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন বগুড়া সদর থানার এএসআই ডন কংকন বর্মণ। এছাড়া তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতারেও প্রথম স্থান অধিকার করেছে বগুড়া জেলা পুলিশ। বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, জনগণের সক্রিয় অংশগ্রহণে অপরাধ নির্মূলের মাধ্যমে চিরপ্রত্যাশিত নিরাপদ বগুড়া ও সুদৃঢ় নিরাপত্তা বলয় গড়ে তুলতে টিম বগুড়া অংগীকারাবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ।
সম্মানিত জনগণের সক্রিয় অংশগ্রহণে অপরাধ নির্মূলের মাধ্যমে নিরাপদ বগুড়া গড়তে জেলা পুলিশ অংগীকারবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ। এছাড়া আমাদের এ সাফল্য ধরে রাখতে কার্যক্রম অব্যাহত থাকবে।