আবুল হাশেম স্টাফ রিপোর্টারঃ
স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে আজ দুপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও দিনব্যাপী প্রাণি প্রদর্শনী মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহীর বাঘায় প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরেনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী মেল অনুষ্ঠিত হয়। শনিবার(২৫-ফেব্রুয়ারী) দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় বাঘার চকছাতারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়।সকাল ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ চত্বরে অনুষ্ঠিত এ মেলার সভাপতিত্ব করেন বাঘা উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান।
বাঘা উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, পশু পালন বদলে দিতে পারে মানুষের ভাগ্য চাকা ও দেশের অর্থনৈতিক অবস্থা। তাই আমাদের উচিত দেশকে প্রানী সম্পদশালী দেশ হিসাবে গড়ে তোলা। পশু পালন করে খুব অল্প সময়ে লাভবান হওয়া য়ায়। বাঘা উপজেলার প্রত্যেকটি গ্রামেই পশু পালন দেখা যায়।
উক্ত মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এডঃ লায়েব উদ্দিন লাভলু। প্রধান অতিথির বক্ত্যবে তিনি বলেন, সরকারের প্রচেষ্টায় আজ আমাদের ছোট দেশটি খাদ্যের ঘাটতি নেই। আমি বাঘা উপজেলায় বসবাসকারী সকলকে নিজ নিজ কৃষি জমিতে ফসল ফলানো ও পশু পালন করতে আহ্বান জানায়। যা আমাদের দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি ও পাশাপাশি আমাদের দেহের পরর্যাপ্ত প্রোটিন জোগায়।এ ছাড়াও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।
উক্ত সভায়, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আড়ানী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, বাঘা উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু সফল খামারি সোহেল রানা এবং সাহাবুদ্দিন।উপস্থিত ছিলেন বাঘা পৌর আ’রীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার ও সকল ইউপি চেয়ারম্যানগণ ও স্থানীয় একাধিক গনমাধ্যম কর্মী ।
বক্তব্য শেষে অতিথি বৃন্দ গবাদিপশু ও পাখির স্টল পরিদর্শন করেন। এই প্রদর্শনীতে ৩০ টি স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী ও পাখি প্রদর্শন করা হয়।