কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে ২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার রাতে উপজেলার ঘোষগ্রাম এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এঘটনায় মাদক মামলা রুজু করে রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান,উপজেলার ঘোষগ্রাম এলাকায় মাদক বিক্রি হচ্ছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে থানাপুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। এসময় আউয়াল হোসেন (২৬) ও আব্দুল মতিন (৩৪) নামে দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকালে তাদের নিকট থেকে ২৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আউয়াল আত্রাই উপজেলার ভবানীপুর এলাকার বাবর আলীর ছেলে এবং আব্দুল মতিন রাণীনগর উপজেলার ঘোষগ্রামের আকমল হোসেনের ছেলে। এঘটনায় রাতেই তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে রবিবার সকালে আদালতে সোর্পদ করা হয়েছে।