কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ)
নওগাঁর রাণীনগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২০-২০২৩ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম-ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় সিআইজি কংগ্রেজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন এর সভাপতিত্বে অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারজানা হকের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।এসময় বিভিন্ন ইউনিয়নের এনএটিপি কৃষক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।