কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
নওগাঁর রাণীনর অভিযান চালিয়ে প্রায় ৮৪ হাজার টাকা মূল্যের হেরোইনসহ খোকন হোসেন (২৪) ও আব্দুর উফ (৪৬) নামে দুইজনকে আটক করেছে থানাপুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করেছে।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর উপজেলার সদর খট্রেশ্বর ইউনিয়নের দক্ষিন রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে খোকন ও রউফকে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে প্রায় ৮৪ হাজার টাকা মূল্যের ৮.৪৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটক খোকন পূর্ব বালুভরা গ্রামের ইচাহাক আলীর ছেলে এবং রউফ দক্ষিন রাজাপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। আটককৃতদের বিরুদ্ধে রাতেই মামলা রুজু করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।