নিজস্ব প্রতিবেদক:
মিঠামইনের কামালপুরে রাষ্ট্রপতির বাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানানো হয় (ফোকাস বাংলা)
মিঠামইনের কামালপুরে রাষ্ট্রপতির বাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানানো হয় (ফোকাস বাংলা)
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কিশোরগঞ্জের মিঠামইনের কামালপুর গ্রামের বাড়িতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে সরকারপ্রধান সেখানে পৌঁছলে তাঁকে স্বাগত জানান রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বাড়িতে জোহরের নামাজ পড়েন এবং মধ্যহ্নভোজে অংশ নেন। এর আগে বেলা ১১টায় হেলিকপ্টারে হাওর উপজেলা মিঠামইনে পৌঁছান সরকারপ্রধান। সেখানে তিনি বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন করেন।
‘ধান আর মাছের রাজধানী’ খ্যাত হাওরের নানা প্রকারের মাছ দিয়ে প্রধানমন্ত্রীকে আপ্যায়ন করা হয়। খাবারের মেনুতে ছিল স্থানীয় জাতের ঐতিহ্যবাহী রাতাবোরো চাউলের সাদা ভাত, রুই মাছ দোপেঁয়াজা, কাতলা মাছ দোপেঁয়াজা, চিতল মাছ দোপেঁয়াজা, আইড় মাছ দোপেঁয়াজা, পাবদা মাছ দোপেঁয়াজা, গোলসা টেংরা মাছ দোপেঁয়াজা, কালিবাউশ মাছ দোপেঁয়াজা, শোল মাছ ভুনা, বাইম মাছ ভুনা, চিংড়ি মাছ ভুনা, বোয়াল মাছ ভুনা, গ্রাস কার্প মাছ ভুনা, বাছা বাছ ভুনা, রিটা মাছ মাখা মাখা ঝোল, পাঙ্গাস মাছ মাখা মাখা ঝোল এবং মশুর ডাল, সালাদ ও রসমালাই।