আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
রুট পারমিটবিহীন বাস চলাচল বন্ধে অভিযান আজ
বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের আওতায় রাজধানী ঢাকায় রুট পারমিটবিহীন বাস-মিনিবাস চলাচল বন্ধে আজ রোববার থেকে অভিযানে নামছে সরকার।
শনিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এক বিবৃতিতে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
এতে বলা হয়, রোববার বেলা ১১টায় মতিঝিলের সোনালী ব্যাংক কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হবে। বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের ১৭তম সভার সিদ্ধান্তের আলোকে রুট পারমিটবিহীন বাস-মিনিবাস চলাচল বন্ধের লক্ষ্যে অভিযানটি চালানো হবে।
ভ্রাম্যমাণ আদালত ও যৌথ অভিযানের নেতৃত্ব দেবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা।
এ সময় উপস্থিত থাকবেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রতিনিধি এবং ডিএসসিসি প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন।