নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থবছরের জুলাই-আগস্টে মোট ৪৫৬ কোটি ২১ লাখ (৪.৫৬ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এর মধ্যে সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও আরব আমিরাত থেকেই এসেছে অর্ধেক রেমিট্যান্স।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে, সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও আরব আমিরাত থেকে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ২১৬ কোটি ৬৪ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা মোট অংকের ৪৭ দশমিক ৪৯ শতাংশ।
বাংলাদেশে সব সময়ই সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে। দেশটি থেকে (জুলাই-আগস্ট) দুই মাসে এসেছে ১০৮ কোটি ৩২ লাখ ডলার বা মোট রেমিট্যান্সের প্রায় ২৪ শতাংশ।
দ্বিতীয় অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটি থেকে এসেছে ৫৬ কোটি ৩৩ লাখ ডলার এবং তৃতীয় অবস্থানে থাকা মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে এসেছে প্রায় ৫২ কোটি ডলার।