নিরেন দাস,বিশেষ প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় বিদেশী পিস্তল সহ মোঃ আব্দুল করিম (৪৪) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫, রাজশাহীর মোল্লা ক্যাম্পের র্যাব সদস্যরা।
রোববার(২১ মে) রাত সাড়ে ১২ টায় বাঘা উপজেলার মহদীপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটককৃত অস্ত্র ব্যবসায়ী মোঃ আব্দুল করিম রাজশাহীর চারঘাট উপজেলার মাড়িয়া শাহপাড়া গ্রামের মৃত আকরাম হোসেনের ছেলে।
রোববার (২১ মে) বিকেল র্যাব-৫, রাজশাহীর মোল্লা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
পরবর্তীতে মোঃ আব্দুল করিমের বিরুদ্ধে বাঘা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়।