জিহাদ হোসাইন,লক্ষীপুর :
স্বাধীনতার আর্দশে উজ্জীবিত হয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিল প্রজন্ম ৭১ দল।গতকাল শুক্রবার (২৮ আগস্ট) লক্ষীপুর শহরে বিএনপি নেতা সাহাবুূদ্দিন সাবুর বাসার সামনে কেক কেটে প্রজন্ম ৭১’র ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা হয়।
সভায় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড, হারুনুর রশিদ বেপারী,জেলা যুুবদলের সভাপতি রেজাউল করিম লিটন,সিনিয়র সভাপতি খালেদ মো:আলী কিরন,সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন,সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন বুলু,কেন্দ্রীয় প্রজন্ম ৭১’র সাংগঠনিক সম্পাদক মোসারফ হোসেন মোরশেদ।
আলোচনায় সভায় সভাপতিত্ব করেন,জেলা জাতীয়বাদী প্রজন্ম ৭১’র সভাপতি সোহেল মাহমুদ,সাধারণ সম্পাদক ইস্রাফিল হাসাম।
এসময় যুুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন বলেন,আওয়ামীলীগ সরকার র্যাব দিয়ে লক্ষ্মীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র সাহাবুদ্দিন সাবুকে হত্যা করতে চেয়েছিল;কিন্তু পারেনি।সাবু ভাইয়ের পায়ে গুলি করা হয়।অঝোড়ে রক্ত ঝড়তে থাকে।লক্ষীপুরের ডা: ফয়েজকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়।ইতিহাসের সেই কালোদিন বাংলাদেশের মানুষ কখনো ভুলতে পারেনি।এই সরকার স্বৈরাচারী সরকার।সামনে বিএনপিকে আরো শক্তিশালী করতে হবে।প্রজন্ম ৭১’কে এগিয়ে যেতে হবে।নিজেদের আরে সুংসগঠিত হতে হবে।
জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট হারুনুর রশিদ বলেন, মোসারফ’কে মেডেল দিতে ইচ্ছে করে।যে-কিনা বিএনপিকেে ভালোবেসে কঠোর পরিশ্রম করে আজকে মুক্তি যুদ্ধের যেই চেতনা আদর্শ রয়েছে সেটার বাস্তবায়ন করতে প্রজন্ম ৭১’কে সুংসগঠিত করেছে।আগামীদিনে বিএনপিকে শক্তিশালী করতে প্রজন্ম ৭১’র তাদের কার্যক্রম চালিয়ে যাবে।
কেন্দ্রীয় প্রজন্ম ৭১’র সাংগঠনিক সম্পাদক মোসারফ হোসেন মোরশেদ বলেন, মুক্তিযুদ্ধের আদর্শে আদর্শিত হয়ে আমি প্রজন্ম ৭১’র লক্ষীপুরের কমিটি এনেছি বিএনপিকে সুংসগঠিত করতে।এখানে কোনো দালালের কমিটি নেই এবং হবেও না।আগামীদিনে আওয়ামীলীগ’কে দাঁত ভাঙ্গি জবাব দেবে এই প্রজন্ম ৭১ দল।
Leave a Reply