আটকরা হলো, সদর উপজেলার চরমন্ডল গ্রামের হাছান আলীর ছেলে মো. জুয়েল, পালের হাট এলাকার নবী হোসেনের স্ত্রী রাহেলা বেগম ও চন্দ্রগঞ্জ থানার সানকি ভাঙ্গা গ্রামের ওসমান গনি পিয়াসের স্ত্রী সোনিয়া। তারা লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিন মজুপুর এলাকায় ভাড়া বাসায় থাকতো।
বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর থানার এসআই মো. সোহেল মিয়া জানান, গত ২ জুলাই পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা চুরি করে নিয়ে যায় ওই চোর চক্র। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের তিন সদস্যকে আটক করে।
লক্ষ্মীপুর সদর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া জানান, মামলা দায়ের করে চোর চক্রের ওই তিন সদস্যকে আদালতে প্রেরণ করা হয়েছে।