জিহাদ হোসাইন, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে পিকআপভ্যান ও সিএনজি মুুখোমুুখি সংঘর্ষে সিএনজি চালক ও একযাত্রীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেলাল হোসেন নামের অপর এক যাত্রী গুরুত্বর আহত হয়েছে।
বুধবার ( ২১ এপ্রিল) বিকাল ৩ টার দিকে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ এলাকার বলিরপোল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। আহতকেও একই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা যায়। নিহত চালক তেওয়ারীগঞ্জ ইউনিয়নের রফিক উল্যার ছেলে স্বপন ও অপর নিহত সিএনজি যাত্রী শাখাওয়েত উল্যার ছেলে সত্তার মাঝি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা যাত্রীবাহি সিএনজি ও বিপরীত দিক থেকে আসা দ্রুতগামীর একটি পিকআপভ্যান ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় সিএনজিটি ধুমড়ে মুচড়ে চালক ও দুই যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর সিএনজি চালক স্বপন ও যাত্রী সত্তারকে মৃত ঘোষনা করে কর্তব্যরত চিকিৎসক।
লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।ঘটনাস্থল থেকে গাড়ীগুলো জব্দ করা হয়েছে।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
Leave a Reply