লোকালয়ে অজগর সাপ
আফনান চৌধুরী, বাঁশখালী(চট্টগ্রাম) :
চট্টগ্রাম জেলার অন্তর্গত বাঁশখালী উপজেলাধীন বৈলছড়ি ইউনিয়নের অভ্যারখীল এলাকায় বাড়ী নির্মান করার জন্য ইটেরস্তুপ দেওয়া জালে আটকা পড়ল ১০-১২ ফুট লম্বা অজগর। রবিবার( ৮ আগস্ট) বেলা ১২টার সময় উপজেলার বৈলছড়ি ইউনিয়নের পূর্ব বৈলছড়ি অভ্যারখীল এলাকায় ছাদেক আলীর বাড়ির পার্শ্ববর্তী ইটেরস্তুপে দেওয়া জালে আটকা পড়া অবস্থায় সাপটিকে উদ্ধার করা হয়।
বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কপিল উদ্দীন চৌধুরী জানান, সকালে অভ্যারখীল এলাকার ছাদেক আলীর বাড়িতে ইটেরস্তপে দেওয়া জালে একটি প্রায় ১০-১২ ফুট লম্বা অজগর সাপ আটকে থাকতে দেখে স্থানীয়রা।
তারা সাপটিকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে খবর দেওয়া হয়। পরে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসে। পরে জলদী বন্যপ্রাণি অভরন্য রেইঞ্জকর্মকর্তা কে খবর দিলে তারা সাপটিকে সেখান থেকে নিয়ে যায়।
জলদী অভরন্য রেইঞ্জকর্মকর্তা ও ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, সাপটিকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে বাঁশখালী ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে। সাপটি বার্মিজ পাইথন জাতের। এটি লম্বায় ১০-১২ ফুট। সাপটির বয়স আনুমানিক ৫/৭ বছর হবে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..