নিজস্ব প্রতিবেদক
নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের চর মল্লিকপুর গ্রামে জোড়া খুনের ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। গত ১১ সেপ্টেম্বর সকালে আপন দুই ভাই—মিরান শেখ (৩৫) ও জিয়ারুল শেখ (৪০)—কে নৃশংসভাবে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাটের রামরাজত্ব শুরু হয়েছে পুরো এলাকায়। ঘটনার সূত্রপাত হয় চর মল্লিকপুর এলাকার দুটি গ্রুপের মধ্যে গাছ কাটাকে কেন্দ্র করে। এই বিরোধের জেরেই ঘটে এই ভয়াবহ হত্যাকাণ্ড।
স্থানীয় সূত্র মতে, চর মল্লিকপুর গ্রামের মৃত সামাদ শেখের ছেলে মিরান শেখ ও জিয়ারুল শেখ, প্রতিপক্ষের লোকজনের সাথে বিরোধে জড়ান। গত (১১ সেপ্টেম্বর) সকালে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হারান এই দুই ভাই। ঘটনার পর থেকে পুরো গ্রামে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। উভয় পক্ষের সংঘর্ষের ফলে এলাকাটি ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছে।
এই জোড়া খুনের পর থেকেই চরমল্লিকপুর গ্রামে চলছে ব্যাপক লুটপাট ও ভাঙচুর। স্থানীয় লোকজনের তথ্যমতে, জোড়া খুনকে কেন্দ্র করে একটি স্বার্থন্বেষী মহল বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়েছে এবং লুটপাট করেছে। এ ঘটনায় সাবেক চেয়ারম্যান মৃত আব্দুল হকের ছেলে ভিপি সবুজ শেখের বাড়ি ছাড়াও কামাল শেখ, ইকবাল শেখ হিরন মৃধা এবং খান মাহমুদ আলমের বাড়িতে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
প্রতিদিনই ভাঙচুর ও লুটপাটের খবর পাওয়া যাচ্ছে। এলাকার মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে এবং তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। পুলিশ প্রশাসন এলাকাটিতে মোতায়েন থাকলেও পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানা গেছে।
নড়াইল জেলা পুলিশ ও লোহাগড়া থানা থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কড়া নজরদারি চলছে।