মোঃ সাইফুল ইসলাম, চট্টগ্রাম
উপজেলার ঐতিহ্যবাহী- স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মধ্য পুটিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২ আগষ্ট (মঙ্গলবার) দুপুর ১২ ঘটিকায় স্কুল হল রুমে অনুষ্ঠিত উক্ত মহতী সভায় অত্র স্কুলের প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও ৭ নং পুটিবিলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক। বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষক জয়নাল আবেদীন, সাংবাদিক সাইফুল ইসলাম, তাঁতীলীগ সদর ইউনিয়ন সভাপতি রাশেদুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মোহাম্মদ রাসেল। এছাড়া ও উক্ত মহতী অনুষ্ঠানে স্কুল শিক্ষক- শিক্ষিকা গন, স্থানীয় গন্যমান্য ব্যক্তি, সাংবাদিক সমাজ সহ সম্মানিত অভিভাবক কোমলমতি শিক্ষার্থীদের মমতাময়ী মা গন উপস্থিত ছিলেন।