ফৌজি হাসান খান রিকু,
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এ স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে নিরাপদ সড়ক চাইয়ের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলার শিমুলিয়া ঘাট সংলগ্ন চৌরাস্তা থেকে ১ কিলোমিটার পর্যন্ত র্যালি বের করা হয়। র্যালী শেষে চৌরাস্তার মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সে সাথে জনসচেতনতার লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।
লৌহজং উপজেলা নিরাপদ সড়ক চাইয়ের সভাপতি মো. কাইয়ুম খানের নেতৃত্বে উপজেলা নিরাপদ সড়ক চাইয়ের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, পদ্মা সেতু (উত্তর) থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসাইন, উপজেলার নিরাপদ সড়ক চাইয়ের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জুয়েল, সহ- সাধারণ সম্পাদক মো. বুলেট, সহ-সাধারণ সম্পাদক আহসান মুন্সী, সাংগঠনিক সম্পাদক ফয়সাল মিশর মৃধা, প্রচার সম্পাদক বিল্লাল দেওয়ান, কোষাধ্যক্ষ কাদির হোসেন, কার্যকরী সদস্য নাজনীন আক্তার মুক্তা, মো. শাহাদাত হোসেন, মো. দিদার হোসেন, বিক্রমপুর জেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি লায়ন এম,আর খান মিজান, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার ইসলাম ভূঁইয়া, জালাল উদ্দিন খান স্মৃতি ফাউন্ডেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক ফৌজি হাসান খান রিকু, মো. অনিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা এ সময় সকলের প্রতি সড়ক নিরাপদ করতে সচেতন ভূমিকা রাখার আহ্ববান করেন। এবং ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এ বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে জনগনের প্রত্যাশিত সড়ক পরিবহন আইন ২০১৮ এর পূর্ণ বাস্তবায়ন চেয়ে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি করেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..