ফৌজি হাসানখানরিকু,লৌহজং(মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে “শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেখ রাসেল দিবসটি পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজংয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বর্ণাঢ্য র্যালী বের করা হয়েছে।
পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে শেখ রাসেলের আত্মার মাহফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। সে সাথে উপজেলার বিভিন্ন শিক্ষকদের মাঝে শেখ রাসেল ডিজিটাল ল্যাব-এর শিক্ষাকগণকে বই বিতরণ করেন এবং শতাধিক শিক্ষার্থীদের মাঝে তাল গাছের চারা বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
উপজেলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার তৌফিক বিন বারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাজেদা সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আবু সাঈদ শুভ্র, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা আরাধনা কর্মকার, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু, সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া,।