রফিকুল ইসলাম বেনাপোলপ্রতিনিধিঃ
যশোরের শার্শার বেনাপোল পোর্ট থানায় ,কমিউনিটি পুলিশিং ডে২০২১ পালিত হয়েছে,এই উপলক্ষে পোর্ট থানায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। ৩০শে অক্টোবর শনিবার ১১টার সময় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান,আরো উপস্থিত ছিলেন পোর্ট থানার পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ,শার্শা উপজেলার যুবোলীগের সভাপতি ওহিদুজ্জামান, কাউন্সিলর বুকুল, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ মন্টু ,পৌর সভার এক নন্বর ওয়াডের আওয়ামী লীগের সভাপতি সুলতান আহম্মেদ (বাবু) ও কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য গন ও সাধারণ জনগণ, সভাপতি ওসি মামুন খাঁন বলেন ভারতীয় সীমান্ত সংলগ্ন আমাদের পোর্ট থানা। এখানে মাদক সহ চোরাচালান কর্মকাণ্ড হয়ে থাকে সবচেয়ে বেশি ।আমি দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন ভাবে আভিযান চালিয়ে মাদক ও অন্যান্য চোরা চালান সহ এই অঞ্চলের সাম্প্রদায়িকতার সম্প্রীতি যাতে নষ্ট না হয় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। যতদিন এই থানায় আছি এভাবেই কাজ করে যাব আপনাদের সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..