বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শায় বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে শার্শা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে মঙ্গলবার বিকালে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মন্জুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখোন যশোর ৮৫-১ এর সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
এসময় অন্যন্যোর মধ্যে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর আওয়ামীলীগর ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সোহারব হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার।
এছাড়া শার্শা উপজেলার প্রত্যেকটি ইউনিয়ানের চেয়ারম্যান, মেম্বার ও প্রত্যেকটি ইউনিয়ান, ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ এবং ছাত্রলীগ সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম শুভ জন্মদিন উপলক্ষে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া শেষে ৭৫ পাউন্ডের এক কেক কাটা হয়।