রফিকুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শায় বিভিন্ন অপরাধে ১৯ হাজার টাকা জরিমানা করেছে যশোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সোমবার (২৩ জুলাই) দুপুরে বাজার তদারকি অভিযানে বাগআঁচড়া বাজারে এ অভিযান চালানো হয়।
এসময় বিভিন্ন অভিযোগে আল্লার দান ফার্মেসীকে ৪ হাজার, রিফাত হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২ হাজার, সোহাগ এন্টারপ্রাইজকে ৪ হাজার, ভাই ভাই বেকারীকে ৪ হাজার ও সততা বেকারীকে ৫ হাজার টাকাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবীব।
তিনি বলেন,মেয়াদ উত্তীর্ন পন্য বিক্রির বিরুদ্ধে ও খাদ্যের গুনগত মান বজায় রাখতে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এবং পর্যায়ক্রমে সকল বাজারে মার্কেট ও বিপনন কেন্দ্র গুলোতে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।