
শার্শায় ৫৩ গৃহহীন পরিবারের মাঝে জমিসহ বসতঘর প্রদান
বেনাপোল প্রতিনিধি :
দেশ ও দেশের উন্নয়ন এবং দেশকে দারিদ্রমুক্ত করার জন্য প্রথম প্রয়োজন শিক্ষা। দেশের মানুষকে শিক্ষা ও চিকিৎসাসেবা দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য কাজ করছে সরকার।
রোববার (২০ জুন) সকাল সাড়ে ০৯টায় মুজিব শতবর্ষ উপলক্ষে দ্বিতীয় দফায় ভূমিহীনদের মাঝে বিনামূল্যে জমিসহ ঘর দেয়ার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুবিধাভোগীদের কাছে ঘর হস্তান্তরের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এসময় শার্শা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা,
এসিল্যান্ড রাসনা শারমিন মিথী, শার্শা থানা ওসি বদরুল আলম খাঁনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply