হাবিবুর রহমান,শাহরাস্তি(চাঁদপুর)প্রতিনিধিঃ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নাওড়া গ্রামে অবসরপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা নুরুল আমিন ও তার স্ত্রী কামরুন নাহার হত্যা মামলার রহস্য উন্মোচনের দ্বারপ্রান্তে বলে জানা গেছে।
বিভিন্ন অসমর্থিত সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডে নিহতের ব্যবহৃত মোবাইলের সূত্র ধরে পিবিআই মামলার মূল হোতা এলাকায় ছিঁচকে চোর হিসেবে পরিচিত শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ডের ঘুঘুশাল গ্রামের বেপারী বাড়ির আব্দুর রবের পুত্র আব্দুল মালেককে আটক করতে সক্ষম হয়েছে।
প্রসঙ্গতঃ গত ১ জুলাই সকালে উপজেলার নাওড়া গ্রামে নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে নুরুল আমিনের রক্ত মাখা মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ। ওই সময় ঘটনাস্থল থেকে তাঁর স্ত্রী কামরুন নাহারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুইদিন পর তাঁর মৃত্যু ঘটে। এই ঘটনায় নিহত নুরুল আমিনের ছেলে জাকারিয়া বাবু বাদী হয়ে শাহরাস্তি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরবর্তীতে মামলাটি পিবিআই’র কাছে হস্তান্তর করা হয়।
পিবিআই ইন্সপেক্টর কবির হোসেন জানান, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা রহস্য উন্মোচনের মাঝামাঝি অবস্থানে রয়েছি। ইতোমধ্যেই এই হত্যাকান্ডের রহস্য উন্মোচিত হবে বলে তিনি আশা করছেন।
Leave a Reply