হাবিবুর রহমান,শাহরাস্তি(চাঁদপুর)প্রতিনিধিঃ
শাহরাস্তিতে আলোচিত প্রিয়া হত্যা মামলায় বাদীকে আটক করেছে থানা পুলিশ। এই মামলার সুবাদে ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে মামলার বাদীকে আসামি করে আদালতে সোপর্দ করা হয়েছে।
আগের দিন প্রিয়া হত্যায় জড়িত সন্দেহে তার মায়ের পরকীয়া প্রেমিক হান্নানকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন। প্রসঙ্গতঃ গত ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার রায়শ্রী দক্ষিন ইউনিয়নের আহাম্মদ নগর ছোটপোদ্দার বাড়িতে এই হত্যাকান্ডটি ঘটে।
ঘটনায় নওরোজ আফরিন প্রিয়া (২১) হত্যা মামলায় নিহতের মা তাহমিনা সুলতানা রুমী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তে তাকে আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন, পুলিশ সুপার মিলন মাহমুদ। ওইদিন সন্ধ্যায় এ বিষয়ে তিনি জানান, আটককৃত দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পিপি এডভোকেট রনজিত রায় জানান, প্রিয়া হত্যা মামলার বাদী তাহমিনা সুলতানা রুমি ও তার পরকীয়া প্রেমিক আবদুল হান্নানকে আসামী করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আদালতে ওই মামলার বাদী ১৬৪ ধারায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এবিষয়ে পরবর্তী কার্যদিবসে উভয়কে রিমান্ডে নেয়ার আবেদন করা হবে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..