শেখর চন্দ্র সরকার বগুড়া জেলা প্রতিনিধিঃ
মঙ্গলবার বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে ইউ এন এফ পি এ এর সার্বিক সহযোগিতায় কমিউনিটি সচেতনতামূলক সভা উপজেলা শহীদ হাফিজার রহমান অডিটোরিয়ামে থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার শিবগঞ্জ সার্কেল মোঃ আরিফুল ইসলাম সিদ্দিকী, ইউ এন এফ পি এ জেলা প্রতিনিধি তামিমা সুলতানা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তারক নাথ কুন্ডু, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হরিদাস মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজিয়া সুলতানা, অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, মাদ্রাসা অধ্যক্ষ রফিকুল ইসলাম রফিক, প্রধান শিক্ষক জালাল উদ্দিন, পৌর কাউন্সিলর লুৎফর রহমান, মহিলা কাউন্সিলর মাজেদা, শাহানাজ বেগম প্রমুখ।