আশুলিয়া জোনের আওতাধীন সারদাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে প্রায় পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে এই অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে নেতৃত্ব দেওয়া তিতাস গ্যাসের আশুলিয়া জোনের ব্যবস্থাপক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, আশুলিয়া জোনের আওতাধীন কাশিমপুর এলাকায় নিম্নমানের পাইপ ও ফিটিংস ব্যবহার করে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়েছিল একটি অসাধু চক্র।আমরা খবর পেয়ে তিনটি মূল পয়েন্টের সংযোগ বিচ্ছিন্ন করে প্রায় দুই কিলোমিটার এলাকায় অভিযান পরিচালনা করেছি।
এ সময় প্রায় ৫ শতাধিক অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করে বার্নারগুলো জব্দ করা হয়। অভিযানে অবৈধ সংযোগে কাজে ব্যবহৃত প্রায় ৩০০ মিটার পাইপ ও নিম্নমানের ফিটিংস জব্দ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আশুলিয়া জোনের উপব্যবস্থাপক আনিসুজ্জামান,আশুলিয়া জোনের সহকারী ব্যবস্থাপক প্রকৌশলী মো. আসোয়াত হোসেন ও সাভার জোনের উপব্যবস্থাপক মো. আব্দুল মান্নান। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।