মোফাদ আহমেদ,মৌলভীবাজারঃ
মৌরভীবাজার সদর উপজেলার শেরপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে
বিশ্ব ঐতিহ্য’র অংশ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেসকোর্স ময়দানে দেয়া ভাষন ঐতিহাসিক ৭ মার্চ আলোচনা সভা ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার (৭ মার্চ) বিকাল ৩টায় শেরপুর হাইওয়ে থানার প্রাঙ্গনে এই অনুষ্টান অনুষ্টিত হয়েছে ।
উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন,শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আমির উদ্দিন।
সঞ্চালনা করেন,মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং ২৩৫৯ এর অন্তর্ভুক্ত শেরপুর চৌমুহনী ইউনিট শ্রমিক পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলী হোসেন ।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, খলিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল খালিক,মৌলভীবাজার জেলার আঞ্চলিক শাখার ১২২৩ এর পরিচালনা কমিটির সাধারন সম্পাদক জুয়েল রানা,
মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং ২৩৫৯ এর অন্তর্ভুক্ত শেরপুর চৌমুহনী ইউনিট শ্রমিক পরিচালনা কমিটির সভাপতি শাহ-আলম, খলিলপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান,মৌলভবাজার সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মিজানুর রহমান,সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ইমরান হোসেন,শেরপুর হাইওয়ে থানা এ,এস আই হাফিজ উদ্দিন,মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং ২৩৫৯ এর অন্তর্ভুক্ত শেরপুর চৌমুহনী ইউনিট শ্রমিক পরিচালনা কমিটির অর্থ সম্পাদক ফজলুর রহমানসহ আরও অনেকে ।
আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে উক্ত অনুষ্টান সমাপ্তি করা হয় ।
সমাপনি বক্তব্যে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আমির উদ্দিন বলেন,১৯৭১ সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানের (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমাবেশে দেওয়া ওই ভাষণে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীনতাযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই শুরু করার আহ্বানের অধীর অপেক্ষায় ছিল বাঙালি জাতি। বঙ্গবন্ধুর ৭ মার্চের উদ্দীপ্ত ঘোষণায় বাঙালি জাতি পেয়ে যায় স্বাধীনতার দিকনির্দেশনা। স্বাধীনতার যে ডাক বঙ্গবন্ধু দিয়েছিলেন, তা বিদ্যুৎ-গতিতে সারা দেশে ছড়িয়ে পড়ে।
Leave a Reply