নাহিদ পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সারাদেশে ২২ হাজার ১০১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন। এতে নওগাঁর পোরশায় ১০৪ পরিবার ঘর পেলেন। প্রধানমন্ত্রী কতৃক উদ্বোধনের পরে এ উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘরের চাবি সহ অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট পরিবার গুলির হাতে তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। এর ফলে এ উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হলো বলে সংশ্লিষ্টরা জানান। উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও সালমা আক্তার। এর আগে ঢাকা নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্যদেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, ইউআরসি ইন্সিট্রাক্টর কামরুজ্জামান সরদার সহ অন্যান্য বিভাগের কর্মকর্তা ও প্রকল্পের সুবিধাভোগীগণ উপস্থিত ছিলেন।