সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শ্বাসনালীতে বেলুন আটকে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে ওই উপজেলার আগরপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সায়মা ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত আলী হাসান ওই গ্রামের ভ্যানচালক আবেদ আলীর ছেলে।
আবেদ আলী জানান, বাড়িতে বেলুন নিয়ে খেলছিল হাসান। হঠাৎ সে বেলুনটি গিলে ফেলে। শ্বাসনালীতে বেলুন আটকে গেলে সে ছটফট করতে করতে অচেতন হয়ে পড়ে। দ্রুত তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।
তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সায়মা ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।