সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আটকৃত কাজী সাহাজাদা (৪০) পৌরসদরের তুলশীডাঙ্গা গ্রামের মৃত কাজী আশরাফ আলীর ছেলে। গ্রেপ্তার অপর ব্যক্তি পৌর সদরের মুরারীকাটি গ্রামের শেখ মানিক (৪৫)। তিনি শেখ মনিরুল হুদার ছেলে। বৃহস্পতিবার (২জুলাই) সকালে থানা পুলিশ সুত্রে জানা গেছে, পৌরসদরের হাসপাতাল রোড ও মুরারীকাটি এলাকা থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান, মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার আশরাফুল হক নামের এক ভদ্রলোক এবং তার স্ত্রী ও শ্যালককে কলারোয়ার কোল্ড স্টোরেজ মোড় এলাকার লাকি ফিসের সামনে বেধড়ক মারপিট ও শ্লীলতাহানির অভিযোগের ঘটনায় আশরাফুল হক বাদী হয়ে থানায় মামলা (নং-২৮) দায়ের করেন। ওই মামলার আসামি উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা ও শেখ মানিক। বুধবার তাদের সাতক্ষীরার বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইস্রাফিল হোসেন জানান, মামলায় মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী সাহাজাদা ও সন্দীপসহ অজ্ঞাত ৫/৬ কে আসামি করেছেন বাদী। তিনি আরো বলেন, মঙ্গলবার দুপুরে মামলার বাদী আশরাফুল তার স্ত্রী ও শ্যালককে নিয়ে শশুর বাড়ি উপজেলার কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর থেকে ইজিবাইক যোগে সাতক্ষীরার নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে উল্লেখিত স্থানে পূর্ব শত্রুতার জের ধরে আসামি মানিক তাদেরকে গতিরোধ করে। পরে উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী সাহাজাদাসহ ৭/৮ জন সেখানে গিয়ে তাদেরকে মারপিট ও শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করে থানায় মামলা করেছেন আশরাফুল হক। ওই ঘটনায় সাহাজাদা ও মানিককে মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে পুলিশ গ্রেপ্তার করে বুধবার সকালে আদালত প্রেরণ করে।