সকল রেকর্ড ভেঙ্গে সিলেটে শনাক্ত আরও ৬০২, মৃত্যু ৭
অতীতের সকল রেকর্ড ভেঙ্গে সিলেটে আরও ৬০২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর প্রাণ হারিয়েছেন আরও ৭ জন। যা এর আগে এক দিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা ছিলো ৪৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪১ দশমিক ৯১ শতাংশ। এমনকি নতুন শনাক্ত ৬০২ জনের মধ্যে সিলেট জেলারই ২১৫ জন। এছাড়া সুনামগঞ্জের ৮৮ জন, মৌলভীবাজারের ১৪২ জন ও হবিগঞ্জ জেলার ৮৭ জন রয়েছেন। এর বাইরে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৭০ জনের করোনা শনাক্ত হয়। আর মারা যাওয়া ৭ জনের মধ্যে সিলেট জেলারই ৬ জন। অপরজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
রোববার (১১ জুলাই) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত করোনা সংক্রান্ত প্রতিদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এ প্রতিবেদন থেকে জানা যায়, শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ১৪০ জন। এদের মধ্যে ১০৫ জন সিলেটের, ৫ জন সুনামগঞ্জের, ২৭ জন মৌলভীবাজারের ও ৩ জন হবিগঞ্জের বাসিন্দা।
এদিকে এ প্রতিবেদন থেকে জানা যায় নতুন শনাক্তদের নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৪৩ জনে। এর সিলেট জেলার ১৯ হাজার ৩৮২ জন, সুনামগঞ্জের ৩ হাজার ৩৩০ জন, মৌলভীবাজারের ৩ হাজার ৬৬১ জন ও হবিগঞ্জ জেলার ৩ হাজার ১৭০ জন রয়েছেন।
অপরদিকে বিভাগে এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৫২৪ জন। এদের মধ্যে সর্বোচ্চ ৪২৫ জন সিলেট জেলার বাসিন্দা ছিলেন। এছাড়া সুনামগঞ্জের ৩৭ জন, মৌলভীবাজারের ৪০ জন ও হবিগঞ্জ জেলার ২২ জন মারা গেছেন।
তবে এ সময়ে সুস্থও হয়েছেন অনেকে। যার সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৮৭২ জন। এদের মধ্যে সিলেটের ১৭ হাজার ৫৭ জন, সুনামগঞ্জের ২ হাজা র৮৭৫ জন, মৌলভীবাজারের ২ হাজার ৮০৮ জন ও হবিগঞ্জের ২ হাজার ১৩২ জন রয়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত বর্তমানে সিলেট বিভাগের ৩১৩ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।