1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
সনদ জালিয়াতি করে ৯ম শ্রেণী পড়ুয়া কিশোরীকে বাল্যবিয়ে করা সেই চেয়ারম্যানের কান্ড
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক ও রেলপথ অবরুদ্ধ করে রেখেছেন ছাত্ররা লোহাগড়ায় দুই ভাই হত্যার ঘটনায় আসামি ২৯ কারাগারে সাভারের সন্ত্রাস ও মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয় রাজশাহীতে সরকারি জায়গা দখল করে বিএনপি নেতাদের অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ নড়াইলে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে সান্তনা (৩৫) নামের একজন গৃহবধুর মরদেহ উদ্ধার শেখ হাসিনাস সহ পলাতক আসামিদের ফিরিয়ে আনতে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে প্রসিকিউশনের চিঠি লোহাগড়ায় জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান সুমন গ্রেফতার সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিবি পুলিশের অভিযানে দুই শ বোতল ফেন্সিডিল সহ আটক- দুই

সনদ জালিয়াতি করে ৯ম শ্রেণী পড়ুয়া কিশোরীকে বাল্যবিয়ে করা সেই চেয়ারম্যানের কান্ড

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০, ৭.৩৭ পিএম
  • ২৯২ বার পঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি:
এ‌কের পর এক কান্ড ঘ‌টি‌য়ে ব‌্যাপক সমা‌লোচনার মু‌খে প‌ড়ে‌ছেন কুড়িগ্রামর উ‌লিপুর উপ‌জেলার বুড়াবুড়ি ইউ‌পি চেয়ারম‌্যান আবু তা‌লেব সরকার। গত র‌বিবার (১ন‌ভেম্বর) একই ইউ‌নিয়‌নের দোলন এলাকার ৯ম শ্রেণী পড়ুয়া এক কি‌শোরীকে বি‌য়ে ক‌রে চাঞ্চ‌ল্যের সৃ‌ষ্টি ক‌রেন তি‌নি। ৪৫ বছ‌রের চেয়ারম‌্যা‌নের সা‌থে ৯ম শ্রেণী পড়ুয়া কি‌শোরীর বাল‌্য বি‌য়ের খবরটি বি‌ভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পোটার্লে গুরুত্ব দিয়ে প্রকাশ হলে দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠে। এ সমালোচনা ঢাকতে গি‌য়ে ইউ‌পি চেয়ারম‌্যান আবু তা‌লেব জা‌লিয়া‌তির মাধ‌্যমে তার সদ‌্য বিবাহিত স্ত্রীর বয়স পিএসসি সন‌দে বয়স বা‌ড়ি‌য়ে তার প‌ক্ষের লোকজন দি‌য়ে বি‌য়ে‌টি বাল‌্য বি‌য়ে নয় ব‌লে প্রচারণা চালান।
অনুসন্ধা‌নে ওই কি‌শোরীর প্রাথ‌মিক সমাপ‌নি প‌রিক্ষা (‌পিএস‌সি) ও জু‌নিয়র স্কুল সা‌র্টি‌ফি‌কেট (‌জেএস‌সি) সনদ হা‌তে পাওয়ার পর জা‌লিয়া‌তির বিষয়‌টি উ‌ঠে আ‌সে। পিএসসি ও জেএসসি সনদে ওই কি‌শোরীর জন্ম তারিখ ২৩-০৯-২০০৩ ইং উল্লেখ রয়েছে। ‌সে হি‌সে‌বে তার বর্তমান বয়স ১৭ বছর ১ মাস ১২ দিন। চেয়ারম‌্যা‌নের এমন অ‌ভিনব প্রতারণার বিষয়‌টি ফাঁস হ‌লে নতুন ক‌রে সমালোচনার মু‌খে প‌ড়েন তি‌নি। আইনের চোখ ফাঁ‌কি দি‌য়ে একজন ইউ‌পি চেয়ারম‌্যা‌ন বাল‌্য কর‌লেও প্রশাসনের নির্বিকার ভূমিকা নি‌য়ে জনমনে ‌মিশ্র প্রতি‌ক্রিয়া সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।
উ‌ল্লেখ‌্য, উপ‌জেলার বুড়াবু‌ড়ি ইউনিয়নের দোলন গ্রামের প্রতিবন্ধি ওসমানগ‌নি সরকার ওরফে বাচ্চুর ৯ম শ্রেণী পড়ুয়া বকসীগঞ্জ রা‌জি‌বিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বর্নিতা ওসমান ব‌র্নির সা‌থে অ‌বৈধ সম্পর্ক গড়ে উ‌ঠে সাতভিটা গ্রামের আবদুল জলিলের পুত্র ইউ‌পি চেয়ারম্যান আবু তালেবের। এরপর হতদ‌রিদ্র ওই শিক্ষার্থীর পরিবারটিকে নানাভা‌বে আর্থিক সহায়তার প্রলোভন দেখাতে থাকেন। এরই এক পর্যায়ে গত রবিবার (১ন‌ভেম্বর) রাতে মেয়েটির পরিবারের লোকজন ৬ লাখ টাকা দেন‌মোহ‌র ধার্য ক‌রে চেয়ারম্যানের সাথে বি‌য়ে দেন।
ত‌বে ব্যক্তিগত জীবনে ওই ইউপি চেয়ারম্যানের এক স্ত্রী ও কলেজ পড়ুয়া এক কন্যা সন্তান রয়েছে। ৪৫ বছ‌রের ইউ‌পি চেয়ারম‌্যা‌নের সা‌থে ৯ম শ্রেণী পড়ুয়া‌কিশোরীর বাল‌্য বি‌য়ের খবরটি বি‌ভিন্ন প‌ত্রিকায় প্রকাশ হলে দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠে। এ বিষয়ে বুড়াবুড়ি ইউ‌পি চেয়ারম‌্যান আবু তা‌লেব সরকার মুঠোফোনে জানান, বিয়ের মজলিসে মেয়ের পরিবার পিএসসি‘র ওই সনদটি দেখিয়েছেন। তাৎক্ষনিক এর সত্যতা যাচাই করার সুযোগ না থাকায় বিয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। তবে এ সনদ তারা কোথায় পেয়েছে তা আমি জানি না।
ভূয়া সনদের লিপিকার জোবাইদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৎকালীন সহকারি শিক্ষক মেহেরুল ইসলাম বলেন, এব্যাপারে প্রধান শিক্ষক ভালো বলতে পারবেন। আমি কিছু জানিনা।
তৎকালীন প্রধান শিক্ষক প্রবীর কুমার রায়ের সাথে ভূয়া সনদের ব্যাপারে কথা হলে তিনি বলেন, ডিআর অনুযায়ী ওই শিক্ষার্থীর পিএসসি সনদ প্রদান করা হয়। তবে কিভাবে এমনটা হলো বুঝতে পারছিনা। তদন্ত করলে সত্যতা বেড়িয়ে আসবে।
কুড়িগ্রাম জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্রাহাম লিংকন বলেন, এটা ফৌজদারী অপরাধ। যেহেতু ঘটনার সময় ভ্রাম্যমান করার সুযোগ ছিলনা, তবে তার বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়েরের সুযোগ রয়েছে।
কুড়িগ্রাম জেলা প্রশাসক রেজাউল করিম তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews