মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
সাতক্ষীরার কলারোয়ায় মহাসড়ক ও রাস্তার পাশের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ করছে কিছু ব্যক্তিবর্গ।এরা সরকারি কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই প্রভাবশালী লোকদের ছত্রছায়ায় নির্মাণ করছেন এসব বহুতল ভবন। সরকারি জায়গা নিজেদের গায়ের জোরে ও কিছু অসাধারণ সরকারি কর্মচারীদের ম্যানেজ করে নির্মাণ করছে এ ভবনগুলো।যশোর সাতক্ষীরা মহাসড়কের পাশে বিল্ডিংয়ের সামনে কোন জায়গা না রেখে রাস্তাঘেসে তৈরি করছেন বহুতল ভবন। শোনা যায়,এসব ভবন তৈরি করা হচ্ছে কিছু প্রভাবশালী ও কিছু সরকারি কর্মকর্তাদের ম্যানেজ করে।কলারোয়া বলফিল্ড রোডে রাস্তার পাশে তৈরি করা হচ্ছে আরেকটি ভবন।কিন্তু দেখার কেউ নেই।এভাবেই প্রতিনিয়ত তৈরি করা হচ্ছে রাস্তার পাশে বহুতল ভবন।বিশেষ উদ্দেশ্য নিয়ে এ ধরনের কাজ করছে বলে এলাকাবাসীর ধারণা।এলাকাবাসী আরো বলেন,রাস্তা বড় করলে বিল্ডিং ভেঙে দেবে,সে সময় সরকারের কাছ থেকে মোটা অংকের অর্থ নেওয়ার জন্য এ ধরণের কাজ করছে তারা।এ বিষয়ে কলারোয়া পৌরসভার প্রকৌশলী ওজিহুর রহমান বলেন, পৌরসভা থেকে নির্দেশনা দেওয়া হয়। ভবন নির্মাণে তারা নিয়ম না মানলে এটা তাদের দোষ।