
সাতক্ষীরার শ্যামনগরে মহিলার শরীর থেকে স্বর্নালঙ্কার ছিনতাই
মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগরে বাড়ি ঢুকে একা পেয়ে মুখ চেপে এক মহিলার শরীর থেকে স্বর্ণালঙ্কার ছিনতাই অভিযোগ উঠেছে ৷সূত্রে জানা গেছে যে, ২৩ জুলাই ২০২১ সন্ধ্যা শুক্রবার রাত অনুমানিক ৮ টার দিকে ইউনিয়নের রমজাননগর গ্রামের রমজানের স্ত্রী ডলি বেগম প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহিরে আসলে আগে থেকে উৎপেতে থাকা ছিনতাইকারীরা ডলি বেগমের মুখ চেপে ধরে তার পরিহিত গলার স্বর্ণের চেইন ও একটা দুল ছিড়ে নিয়ে পালিয়ে যায়। স্বর্ণের চেইন ( হার) ও দুলের আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা মূল্যের ভুক্তভোগীর পরিবার সূত্রে জানাগেছে । এই ঘটনার পর থেকে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।ডলি বেগমের স্বামী রমজান বলেন, গত কয়েকদিন আগে প্রশাসনের উপর হামলার ঘটনার জের ধরে রমজাননগরে পুরুষ শূন্য ৷ এর জন্য কিছু উসৃঙ্খল ব্যক্তিরা এলাকায় চুরি, ছিনতাই শুরু করেছে ৷
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান,খবর পেয়ে এসআই দিপ্তেস ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন।তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply