
সাতক্ষীরার সুন্দরবনের নিষিদ্ধ ২০০ পিস গরান কাঠ আটক
মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
সাতক্ষীরার রেঞ্জের পশ্চিমে সুন্দরবনের আওতায় বন বিভাগ কৈখালী ষ্টেশনের কর্মকর্তাবৃন্দ কর্তন নিষিদ্ধ ২ শত পিস গরান কাঠ ও ২টি নৌকা আটক করেছেন।বন বিভাগ সুত্রে প্রকাশ,
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সুন্দরবনে টেংরাখালী টহল ফাঁড়ির চাকদহ খাল থেকে পরিত্যক্ত অবস্থায় ২ শত পিচ গরান কাঠ ও ২টি নৌকা আটক করেন।
কৈখালী ষ্টেশন কর্মকর্তা মোবারক হোসেনের নেতৃত্বে টেংরাখালী টহল ফাঁড়ির কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে কাঠ ও নৌকা আটক করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।বন বিভাগ কৈখালী ষ্টেশন কর্মকর্তা মোবারক হোসেন বলেন এ ব্যাপারে বন আইনে ইউডি আর মামলা করা হবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply