মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় দ্বিতীয় দিনের মত বন্ধ রয়েছে সারা দেশের ন্যায় দূরপাল্লার পরিবহন,আন্তঃ জেলা পরিবহন, ট্রাক ও কাভার্ড ভ্যান সহ সব ধরণের গণপরিবহন।এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।তারা জানান, আগে থেকে ঘোষণা না দিয়ে হঠাৎ করে সরকার ডিজেলের দাম বাড়িয়ে দেওয়ায় পরিবহন ও বাস মালিকরা গতকাল শুক্রবার সকাল থেকে গণপরিবহন সহ সকল ধরনের পরিবহন বন্ধ করে দিয়েছে। ফলে তারা বিপাকে পড়েছেন। এতে গন্তব্যস্থলে পৌঁছাতে তাদের যার পর নেই কষ্ট পোহাতে হচ্ছে। স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে জীবনের ঝুকি নিয়ে তাদের গন্তব্য স্থলে পৌছাতে হচ্ছে। এদিকে, ইজিবাইক ও মহেন্দ্রযোগে গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করলেও পরিবহন শ্রমিকদের বাধার কারণে তারা সমস্যায় পড়ছেন বলে জানান।ঈগল পরিবহনের সাতক্ষীরা কাউন্টারের ম্যানেজার মঞ্জুরুল ইসলাম জানান,ডিজেলের দামের পাশাপাশি ভাড়া না বাড়ানোয় তারা পরিবহন চলাচল বন্ধ রেখেছেন। পরিবহন মালিক সমিতির পরবর্তী সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত তারা পরিবহন বন্ধ রাখবেন।সাতক্ষীরা বাস মালিক সমিতির সদস্য সচিব সাইফুল করিম সাবু জানান, ডিজেলের মূল্য বাড়ানোর প্রতিবাদে বাস ও ট্রাক মালিকরা গাড়ি বন্ধ রেখেছেন। এখানে তাদের কিছু করার নেই।তবে, কেন্দ্রীয় বাস মালিক-শ্রমিক ফেডারেশনের দিক নির্দেশনা পেলেই আবারো যথারীতি গণপরিবহন চলবে বলে তিনি আরো জানান।
Leave a Reply