[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় সাতক্ষীরায় মহামারি করোনা পরিস্থিতির মধ্য দিয়ে সীমিত পরিসরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বুধবার প্রত্যুষে ৩১ বার তোপরধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।এরপর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে বুধবার সকাল সাড়ে ৮ টায় শহরের খুলনা রোড় মোড়ে বঙ্গবন্ধুর মোরালে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে সার্কিট হাউজ চত্বরে গার্ড অব ওনার ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল ও পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম ও এতিমখানায় উন্নত মানের খাবার সরবরাহসহ অনলাইনের মাধ্যমে নানা কর্মসুচির আয়োজন করা হয়েছে।
Leave a Reply