সাবেক মেয়র মোস্তফার কামাল ঈদুল আজহার শুভেচ্ছা
হাবিবুর রহমানঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তিসহ দেশ এবং বিদেশের সহায়ক ও অসহায় পরিবার দ্বয়ের সকল সদস্য বিন্দু সহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচছা ও মোবারক বাদ জানিয়েছেন শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোঃ মোস্তফা কামাল ।
জনন্দিত এ বিএনপি নেতা পবিত্র ঈদুল আজহায় তার মতামত ব্যক্ত করতে গিয়ে বলেন ব্যক্তি জীবনকে সুন্দর, পরিশুদ্ধ ও সংযমী করে গড়ার লক্ষে মোমিন মুসলমানেরা প্রতি বছর ত্যাগের মহিমাময় উদ্ভাসিত হয়ে উদযাপন করে পবিত্র ঈদুল আজহা।
গেল ঈদেরমত এবারে ঈদের এই খুশির দিনে আমরা বেদনার্ত, কারণ আমাদের মাঝে নেই কোন আনন্দ উৎসব, নেই কোন কোলাকুলি, নেই ভালো বাসার ছোঁয়া। নিষ্ঠুর করোনা থেকে মুক্তি ও সুস্থতার জন্য দোয়া করা ছাড়া আমাদের ঘর থেকে বাহির না হওয়া সবার জন্য কর্তব্য।
ঈদুল আজহার এই দিনে আমি মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের দরবারে মোনাজাত করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ বাংলাদেশ ও সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য।
সাবেক এ মেয়র সবাইকে সতর্কতার সহিত পবিত্র ঈদুল আজহা উদযাপন করে সুরক্ষিত থাকতে সবার প্রতি অনুরোধ করেন।
Leave a Reply