
নিজস্ব প্রতিবেদকঃ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সিলেটের রায়হান হত্যার মামলার মূল আসামিকে শনাক্ত করা হয়েছে। তাকে ধরতে চেষ্টা অব্যাহত আছে। শীঘ্রই তাকে ধরা হবে। অপরাধ করে কেউ পাড় পাচ্ছে না। পুলিশ কোনও অপরাধ করেও ছাড় পাবে না।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ মতিউর রহমানের কবর জিয়ারত করতে ঘাটাইল যাওয়ার পথে টাঙ্গাইল সার্কিট হাউজে যাত্রা বিরতিকালে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী একথা বলেন।
তিনি আরও বলেন,পুলিশ বাহিনীকে আধুনিকায়ন করতে প্রধানমন্ত্রী কাজ করছেন। অতি শীঘ্রই পুলিশ বাহিনীকে দুটি হেলিকপ্টার প্রদান করবেন। এছাড়াও পুলিশের জন্য আধুনিক হাসপাতালও নির্মাণ করা হবে।
দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনায় পুলিশ যেখানেই অন্যায় করেছে, শৃঙ্খলা ভঙ্গ করেছে, কোথাও ছাড় দেয়া হয়নি। তাদেরকে আইনের মুখোমুখি দাঁড় করানো হয়েছে।
এ সময় টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, চেম্বার অব কর্মাসের সভাপতি খান আহমেদ শুভ, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বড় মনি, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সাইফুজ্জামান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে বিকেলে মন্ত্রী ঘাটাইল উপজেলার দেউলাবাড়িতে সাবেক সংসদ সদস্য ডাঃ মতিউর রহমানের কবর জিয়ারত করেন।
এসময় ঘাটাইলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী রাস্তার দুপাশে দাড়িয়ে মন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply