আমান উল্লাহ:
বাংলাদেশের সাভার আশুলিয়া উপজেলায় অবস্থিত শিকার এগ্রো ফার্মে সন্ধান পাওয়া গেল পৃথিবীর সবচেয়ে ছোট গরুর, মালিক কাজী আবু সুফিয়ান সাহেবের সাথে কথা বলে জানা গেছে গরুটির ওজন ২৬ কেজি, গরুটি লম্বায় ২৪ ইঞ্চি এবং উচ্চতায় ২০ ইঞ্চি গরুটির বয়স ২৩ মাস। গরুটি কে দেখতে আশেপাশের এলাকার প্রচুর লোক প্রতিদিন ভিড় করছে ঢাকা এবং ঢাকার আশেপাশে জেলার লোকজন আসিতেছে প্রতিদিন এই গরুটিকে এক নজর দেখার জন্য, মালিক কাজী আবু সুফিয়ান সাহেবের সাথে কথা বলে জানা গেছে গরুটিকে নিয়ে গিনিজ ওয়ার্ল্ডবুকে নাম লেখানোর জন্য আবেদন করা হয়েছে, এর আগে গিনিস বুকে যে গরুটি স্থান পেয়েছে তা ছিল ইন্ডিয়া কেরালায়, যা লম্বা ছিল ২৪ ইঞ্চি কিন্তু ওজনের ছিল ৪০ কেজি। সাইজ এবং ওজন হিসেবে বাংলাদেশের এই গরুটি গিনিস ওয়ার্ল্ড বুকে প্রথম স্থান হিসেবে অগ্রাধিকার পাওয়া সম্ভব।