রায়হানঃ
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবুর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা জেলা মোঃ রাসেল খান (রিপন) সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সাভার পৌর ছাএদল। আজ মঙ্গলবার (২৮ জুলাই) এক শোক বার্তায় তিনি বলেন, শফিউল বারী বাবু ছিলেন জালিম ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর। জিয়া পরিবার ও জাতীয়তাবাদী শক্তির স্বপক্ষের একজন স্বাচ্চা ঈমানদার নেতা। তার মৃত্যুতে জাতীয়তাবাদী শক্তির যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।
সমগ্র জাতীয়তাবাদী পরিবার ও দেশের গণতন্ত্রকামী মানুষ তার এই অকাল মৃত্যু সংবাদে শোকে বিহ্বল হয়ে পড়েছে। দলের কর্মসূচি পালনে তিনি ছিলেন নিবেদিত প্রাণ। ছাত্রজীবন থেকেই তিনি ছিলেন সৎ, কর্মীবান্ধব, দক্ষ সংগঠক। শফিউল বারী বাবু বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি অবিচল আস্থাশীল থেকে বাক স্বাধীনতা ও গণতন্ত্র পুণরুদ্ধারের প্রতিটি আন্দোলন সংগ্রামে আমৃত্যু সাহসী ভূমিকা পালন করে গেছেন। দেশ ও দলের সব সংকটকালে তাঁর সাহসী নেতৃত্ব ছিল নেতাকর্মীদের জন্য প্রেরণার উৎস। ফ্যাসিবাদের বিরুদ্ধে আগামীর আন্দোলন সংগ্রামে তিনি আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন। শোক বার্তায় তিনি শফিউল বারী বাবুর আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।