আনোয়ার হোসেন আন্নু, বিষেশ প্রতিনিধিঃ
সাভারে ১নং ওয়ার্ড বিট পুলিশিং সভা আনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাভার পৌর এলাকার বাড্ডা ভাটপাড়া ১নং ওয়ার্ড এ আইন শৃঙ্খলা সংক্রান্ত ও জনসচেতনতা মুলক সভা হয়। সাভার মডেল থানার আয়োজনে নর-নারী, বৃদ্ব সহ বিভিন্ন শ্রেনী পেশার উক্ত এলাকার প্রায় কয়েক’শ জনসাধারন উপস্থিত হয়।
উক্ত বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র জনাব নজরুল ইসলাম মানিক মোল্লা। এসময় তিনি দেশরত্ন শেখ হাসিনার উদ্যোগে পুলিশিং সেবা জনগণের দ্বার প্রান্তে পৌছে যাওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সেই সাথে পুলিশ এবং জনতা একতাবদ্ধ হয়ে কাজ করে সমাজকে অপরাধমুক্ত করতে সচেষ্ট হতে সবাইকে উদাত্ত আহ্বান জানান। সাভার মডেল থানা ও কমিউনিটি ও বিড পুলিশিং সভায় আরও উপস্থিত ছিলেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ,এফ,এম সায়েদ, সাভার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন। সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লা ও সাভার পৌর আওয়ামী লীগের সদস্য মোঃ রমজান আহম্মেদ সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
Leave a Reply