অনলাইন ডেস্ক
সাভার পৌরসভার ব্যাংকলোনী এলাকায় ময়লা সংগ্রহের নামে চাঁদাবাজির ঘটনায় সাবেক মেয়র হাজী আব্দুল গনি এবং সাবেক কমিশনার খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুর ব্যাক্তিগত সহায়ক মাজু দেওয়ান এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাজু দেওয়ান প্রভাবশালী অবস্থান থেকে এই চাঁদাবাজি পরিচালনা করছেন, ময়লা অপসারণের নামে চাঁদাবাজির করা হচ্ছে, যা স্থানীয়দের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ অনুসারে, এই প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় বাসিন্দাদের কাছ থেকে নিয়মিতভাবে অতিরিক্ত অর্থ আদায় করে যাচ্ছেন, স্থানীয়রা মনে করছেন, সাবেক মেয়র হাজী আব্দুল গনি এবং সাবেক কমিশনার খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুর ব্যাক্তিগত সহায়ক মাজু দেওয়ান এই চাঁদাবাজির কার্যক্রম দীর্ঘদিন ধরে চালিয়ে আসছেন। বাসিন্দারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং এই অবৈধ চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে তারা এই হয়রানি থেকে মুক্তি পেতে পারেন।